বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপে বিভিন্ন পদে ৩৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম/ এসএসসি/ ভোকেশনাল পাশেই আবেদন করতে পারবেন। দেশের যে কোন জায়গায় থেকে আবেদন করতে পারবেন। আগামী ২৩ মার্চ পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন গ্রুপ
পদের নাম: চুক্তিভিত্তিক টেকনিশিয়ান (রেফ্রিজারেটর)
পদসংখ্যা: ১৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা/সমমান
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
পদের নাম: ডেইলি বেসিস টেকনিশিয়ান (রেফ্রিজারেটর)
পদসংখ্যা: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা/সমমান
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
আরও পড়ুন:> মে মাসে প্রথম সপ্তাহে হতে পারে ৪০তম বিসিএস প্রিলিমিনারি
পদের নাম: টেকনিশিয়ান (টেলিভিশন)
পদসংখ্যা: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা/সমমান
অভিজ্ঞতা: এলসিডি/এলইডি টেলিভিশন সার্ভিসিং কাজে অভিজ্ঞ
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
পদের নাম: ডেইলি বেসিস টেকনিশিয়ান (এসি)
পদসংখ্যা: ৮০ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা/সমমান
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান/এসএসসিতে অকৃতকার্য
অভিজ্ঞতা: পিকআপ/প্রাইভেট কার চালনায় ৫ বছর
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
আরও পড়ুনঃ> প্রাথমিকে শিক্ষক নিয়োগ হচ্ছে উপজেলা ভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে ।
কর্মস্থল: দেশের যে কোন স্থান ।
আবেদনের ঠিকানা: সিএইচআরও, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগ, ওয়ালটন কর্পোরেট অফিস, প্লট নং-১০৮৮, ব্লক-আই, সাবরিনা সোবহান ৫ম এভিনিউ, বসুন্ধরা, ভাটারা, ঢাকা-১২২৯।
আবেদনের শেষ সময়: ২৩ মার্চ ২০১৯ ,
walton groupa chakre
yes
Ami s s c pass…. but H s c exam debo..
Amak ki korte hobe…..?
Ami HSC PASH
পদের নাম: ডেইলি বেসিস টেকনিশিয়ান (রেফ্রিজারেটর)
01788-449363 ডিপ্লোমা পাশ।