
সরকারি চাকরিতে ২০ লাখ ৫০ হাজার ৮৬১ পদের মধ্যে শূন্য রয়েছে তিন লাখ ৯৯ হাজার ৮৯৭টি।
এসব শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির পদ রয়েছে ৪৮ হাজার ৭৯৩, দ্বিতীয় শ্রেণির ৬৫ হাজার ৮৩, তৃতীয় শ্রেণির ২ লাখ ৬ হাজার ৭৬০ এবং চতুর্থ শ্রেণিতে ৭৯ হাজার ২৬১টি।
এর মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণি পদে প্রায় ৫০ হাজার অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।
এসব শূন্যপদে নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ বলেন, বর্তমানে শূন্যপদগুলো পূরণে উদ্যোগ নেয়া হয়েছে।
ইতিমধ্যে শূন্যপদে লোক নিয়োগে বিভিন্ন সময়ে জারি করা পরিপত্রের নির্দেশনা কার্যকর করতে সচিবদের বলা হয়েছে।
আরও পড়ুন:> চলতি মাসেই ৫০ হাজার শিক্ষককে বদলি করা হচ্ছে
প্রথম শ্রেণির পদ বাদে অন্য যেসব পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হবে, সেসব পদে এভাবে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।
এসব শূন্যপদের মধ্যে পুলিশে ৫০ হাজার লোক নিয়োগ দেয়া হবে। এ ছাড়া আনসার-ভিডিপি, বিজিবি ও দমকলসহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেয়া হবে ৫ হাজার লোক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব বাহিনীর শূন্যপদের তালিকা দেয়া হলে কাজ শুরু করবে সংশ্নিষ্ট দফতরগুলো।
দেশের শিক্ষা খাতকে ত্বরান্বিত করতে বিভিন্ন পদে প্রায় ৫০ হাজার লোক নিয়োগ করা হবে। এর মধ্যে ৫৯৭ সরকারি কলেজে প্রভাষকের প্রায় ৫ হাজার পদ শূন্য রয়েছে।
৪১তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রত্যন্ত এলাকার কলেজগুলোরও শূন্যপদ পূরণ করা হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে প্রায় ২৫ হাজার।
ইতিমধ্যে ১০ হাজার শূন্যপদের বিপরীতে নিয়োগের প্রক্রিয়া চলমান। বাকি ১০ হাজার শিক্ষক নিয়োগে শিগগিরই সার্কুলার দেয়া হবে।
এ ছাড়া পিয়ন ও দফতরি পদে প্রায় ৫ হাজার লোক নিয়োগ দেয়ার চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগের প্রতিশ্রুতি রয়েছে সরকারের।
আবার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির জন্য সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সি হিসেবে আরও ৬৩ হাজার নতুন পদ সৃষ্টি হবে।
আরও পড়ুন:> মে মাসে প্রথম সপ্তাহে হতে পারে ৪০তম বিসিএস প্রিলিমিনারি
এদিকে স্বাস্থ্য খাতে প্রায় ৪০ হাজার ৮৯টি পদ শূন্য রয়েছে।
দেশের ব্যাংক সেক্টরেও চলতি বছরের মধ্যে প্রায় ১০ হাজার লোক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। শিগগিরই বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া ব্যাংকের বিভিন্ন পদে আরও পাঁচ হাজার লোক নেবে বলে জানা গেছে।
খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও রেলওয়েতে ৬০ হাজার পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণের জন্য নিয়োগ দেবে সরকার।
এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সমাজসেবা অধিদফতর, যুব উন্নয়ন অধিদফতর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরসহ বিভিন্ন পদে ৫০ হাজার লোক নিয়োগ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আগামী জুন থেকে নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে সরকারি একাধিক সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্রঃ দৈনিক যুগান্তর।
I interested
vaiya govt job amar moto gorib cheler kopale ni karon amar to 18 lakkh tk ni jader ace tarai korbe
ghus bihin e job hobe,, r apni o paben. vorosa rakhun nijeer upor.
বাংলাদেশ এ অনেক জব আছে যে গুলো গরিব ও মেধাবি ছাএ দের জন্য না। যে কোন চাকরি নিতে গেলে এখন টাকার পেটি হিসাব করতে হয় আগে।কিন্তূ বাংলাদেশ সরকার কি অদো ঘুস দিয়ে চাকরি নিতে বলে বাংলাদেশ এর জনগন কে????????????
দেশের জন্য খুবই ভাল হবে। তবে নিয়োগ জেন ঘুষ বাণিজ্যে পরিনত না হয়।
Asadahmed2026@gmail.coming
Taka chara kono gan cholbe na. Jar taka ache tar job ache, r jar taka nai shoto try korle o hobe na..
Am I Interested
SSC pas 2.88 GPA tay kono sorkari job pawya jabay.
Narayongonj, Siddirgonj
ke hoba ai sobe sarcular deya ai sobe job ke kono poor family sontan ra pabe jar lack lack taka acca tarae tarai gush deya job post kena nai
যেসব নিয়োগ রিটপিটিশন মামলায় আটকে আছে বা স্থগিত হয়ে আছে। যেমন যুব উন্নয়ন অধীদপ্তর, কর কমিশনর ও আরো অনেক নিয়োগ। গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকার মামলার জটিলতার নিয়োগগুলো দ্রুত সমাধান করে দেশ এবং বেকার যুবকদের মুক্তি দানে করেন।
I want a job.likes peon/office sohaok.please call me (01850061808)
চাকুরীর বয়সইতো, নাই! বয়স ৩১ চলে!! আমি ফরিদপুর নিবাসী হিসাবে প্রধান মন্ত্রী এর কাছে বিনিত অনুরোধ আমাদের বয়ষ্ক ভাতা দিলেও বেকার নাম মূছে যেত!!!!!!
ঘুস ছাড়া চাকুরি চাই ।
আশায় আছি জানিনা কোনদিন পূরন হবে কিনা।।।।।।।
আমি এইস এস সি পাশ করছি পয়েনট GPA..2.50.কোন চাকরি পচছিনা টাকা নাই বলে .আমি খুব গরিব গরের ছেলে …..দয়া করে আমার কথা বিবেচনায় রাখবেন…
আমি সোনিয়া আক্তার,
আমি Economics এ অনার্স এবং মাস্টার্স 1st class. আমার বয়স এখন ৩০ বছর ২ মাস। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মা-কে আকুল অনুরোধ জানানো যাচ্ছে যে, আমাকে একটি সরকারি চাকরি দেয়ার জন্য।
০১৭৭০০৭০০০৭
মেয়াদ উত্তীর্ন চাকরি আবেদন গুলা মুছে ফেলবেন অন্তত মানুষ প্রতারিত হবেনা।হয়রানির শিকারও হবেনা।যা-ই দেননা কেন নতুন কিছু দিবেন যেন বেকার রা উপকৃত হতে পারে।দয়া করে বেকারত্ব সমস্যা সমাধানে জন্য বেকারদের সাহায্য করুন।
মেয়াদ উত্তীর্ন চাকরি আবেদন গুলা মুছে ফেলবেন অন্তত মানুষ প্রতারিত হবেনা।হয়রানির শিকারও হবেনা।যা-ই দেননা কেন নতুন কিছু দিবেন যেন বেকার রা উপকৃত হতে পারে।দয়া করে বেকারত্ব সমস্যা সমাধানে জন্য বেকারদের সাহায্য করুন।