১ রানের জয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন মুম্বাই। আজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই বনাম মুম্বাই। মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এতটা লড়াই করবে, কেউ স্বপ্নেও কল্পনা করেনি। আজ ক্যাচ মিসের মহড়া দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ হারার পর্যায়ে চলে গিয়েছিল মুম্বাই। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় চেন্নাইকে ১ রানে হারিয়ে চতুর্থবারেরমত আইপিএল চ্যাম্পিয়নশিপের মুকুট পরলো মুম্বাই ইন্ডিয়ান্স।
আজ ফাইনালে মুম্বাই প্রথমে টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেই। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করেন। দলের মধ্যে সবোর্চ্চ রানের স্কোর করেন পোলার্ড অপারিজত ৪১ রান। তাছাড়াও ডি কক ২৯ রান, কিসান ২৩ রান করেন। চেন্নাইয়ের বোলিং কার্ডে চাহার ২৬ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন এবং তাহির ও ঠাকুর দুইজনেই ২ উইকেট করে নেন। ১৫০ রানের জবাবে ব্যাটিংয়ে নামে চেন্নাই সুপার কিংস। ওপেনিং জুটিতে আসে ৩৩ রান। পরে ডু প্লেসিস আউট হলে দলের হয়ে একাই হাল ধরেন শেন ওয়াটন। ৫৯ বলে ৮০ রানের এক চকচকে ইনিংস খেলেন ওয়াটসন। তবু জয়ের দেখা পায় নি। শেষ ওভারে দরকার ছিল ৬ বলে ৯ রানের। বোলিংয়ে ছিলেন লাসিথ মালিঙ্গা। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ২ রানের। কিন্তুু অভিজ্ঞ মালিঙ্গার স্লো বলে এলবিডাউলিউ ফাদে পড়েন ঠাকুর। ফলে ১ রানের জয় মুম্বাই ইন্ডিয়ান্স।
নিজস্ব প্রতিবেদন/ আফরিন সজিব।