পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান মন্তব্য করেছেন, করোনা ভাইরাস মুসলিমদের জন্য একটি পরীক্ষা মাত্র। আল্লাহ তার বান্দাদের ধর্য্য শক্তি এবং তার প্রতি তাঁর বান্দাদের আনুগত্যের পরীক্ষার জন্য আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ধরণের পরীক্ষার সম্মুখীন করে থাকেন তার বান্দাদের।
এসময় তিনি পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান করে বলেন, আপনারা শান্ত থাকুন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। খুব শীগ্রহি আমরা এ সংকট কাটিয়ে উঠবো।
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন দেশের বিশ্ব নেতারা (ইউরোপীয় দেশগুলো) ধর্মীয় স্থাপনা গুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
কিন্তু ইমরান খান পুরাই ব্যাতিক্রম, তিনি বলেছেন করোনা ভাইরাস যতোই শক্তিশালী হোক না কেন, কোনো মসজিদ মাদ্রাসা বন্ধ করা হবে না।
আরও পড়ুনঃ মিরপুরে সেই বাড়ির পাশে আরও একজনের মৃত্যু
করোনা ভাইরাসে পাকিস্তানে এখন পর্যন্ত ৫ জন মারা গিয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ৮০০ জন মানুষ। ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ্য হয়ে বাসায় ফিরেছে ১৩ জন।
উল্লেখ্য, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪২ জনে এবং ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ্য মানুষ।
ভাইরাসটি এখন পর্যন্ত প্রায় ১৯১ টি দেশে ছড়িয়েছে। ভাইরাসটির সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ্য হয়ে বাসায় ফিরেছে প্রায় ১ লক্ষ মানুষ। সূত্রঃ জনতার সংবাদ